27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি: জ্বালানি সরবরাহ বন্ধ, তীব্র সংকটের আশঙ্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলার ট্যাংকলরি শ্রমিকরা আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে জ্বালানি সরবরাহে ব্যাপক ব্যাঘাত ঘটছে।

কর্মবিরতি শুরু হয়েছে বিভাগীয়

এই কর্মবিরতি শুরু হয়েছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন, সেখানেই গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেছেন। নগরের নতুন রাস্তার কাছে বিআইডিসি সড়কের কাশিপুর মোড়ে দুপুর ১টা থেকে শ্রমিকরা সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে  যান চলাচল বন্ধ করে দেন।

এতে খালিশপুর হয়ে দৌলতপুরের দিকে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না।

 

শ্রমিক নেতারা জানিয়েছেন, এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। তাদের মতে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ডিপো থেকে তেল উত্তোলন বা পরিবহন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে না।

 

এতে করে  খুলনা, ফরিদপুর ও সংলগ্ন অঞ্চলের ১৪ জেলায় জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
পেট্রল পাম্পগুলোর মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, যা জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে।
যানবাহন ও শিল্প খাতে জ্বালানি ঘাটতির কারণে অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

শ্রমিকনেতা জাকির হোসেন বলেন, ‘আমাদের নেতা আলী আযিমের নামে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের মামলায় খালিশপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা সময় বেঁধে দিয়েছি বিকেল ৫টার মধ্যে যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা আরও বড় কর্মসূচি দেবো।’

স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় আলোচনার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে এই সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...