26.3 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বিশ্বকাপ থেকে বিদায় নিল আর্জেন্টিনার শেষ ক্লাব রিভার প্লেটের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
বোকা জুনিয়র্স আগের দিন বিদায় নেওয়ায় আর্জেন্টিনার শেষ ক্লাব হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠার সুযোগ ছিল রিভার প্লেটের। কিন্তু আজ সকালে ইন্টার মিলানের কাছে হেরে সেই আশাটা শেষ হয়ে গেল রিভার প্লেটের। ২-০ গোলে হেরে গ্রুপ ‘ই’ থেকে তৃতীয় হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ২০২৩ সালের আর্জেন্টাইন চ্যাম্পিয়নরা। ম্যাচে ইন্টারের হয়ে জয়ের নায়ক ১৯ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ফ্রান্সেস্কো পিও এসপোসিটো ও অভিজ্ঞ ডিফেন্ডার আলেক্সান্দ্রো বাস্তোনি।
ম্যাচের ৭২তম মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেন এসপোসিটো। যদিও এর আগেই ৬৬ মিনিটে ডিফেন্ডার লুকাস মার্তিনেজ কোয়ার্তা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিভার প্লেট। হেনরিখ মখিতারিয়ানকে পেছন থেকে ফাউল করে স্পষ্ট গোলের সুযোগ নষ্ট করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

এর আগে, ৬৪তম মিনিটে রিভার প্লেটের এক দারুণ সুযোগ নষ্ট হয়।

মানুয়েল লানজিনির দারুণ এক ক্রস থেকে ফাকুন্দো কোলিদিও মাথা ছুঁইয়ে দেন, কিন্তু ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার অসাধারণ দক্ষতায় গোলটি ঠেকান।

ম্যাচের যোগ করা সময়ের ৯৩তম মিনিটে বাস্তোনি ডি-বক্সের বাইরে থেকে এক চমৎকার বাঁ পায়ের শটে গোল করে ব্যবধান ২-০ করে ইন্টারের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ইন্টার মিলান গ্রুপ ‘ই’-এর শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে, তাদের পয়েন্ট ৭। মেক্সিকোর ক্লাব মন্তেরেই ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে।

রিভার প্লেট ৪ পযেন্ট নিয়ে এবং জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে...