32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

অন্যায় দেখলে আমৃত্যু কথা বলব: পরীমনি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলার শুনানিতে উপস্থিত না থাকার কারণে রবিবার (২৬ জানুয়ারি ২০২৫) আদালত এই আদেশ দেন।

পরীমনির বিরুদ্ধে অভিযোগটি আসে ২০২১ সালের জুলাই মাসের এক ঘটনা থেকে। সাভারের ঢাকা বোট ক্লাবে  তিনি এবং তার সহযোগীরা ভাঙচুর ও হট্টগোল করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত নাসির উদ্দিন মাহমুদ নামের এক ব্যবসায়ীর ওপর শারীরিক আক্রমণের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, পরীমনি নাসিরের দিকে কাচের গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথা ও বুকে আঘাত করে।

২০২২ সালে নাসির উদ্দিন মাহমুদ এই ঘটনায় মামলা করেন। এরপর, ২০২৪ সালের জুন মাসে পরীমনি আত্মসমর্পণ করে জামিন পান। তবে, সাম্প্রতিক শুনানিতে তিনি উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরীমনির আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেনি। বরং আদালত অভিযোগ গঠন করেন এবং পরীমনিকে আদালতে উপস্থিত হওয়ার জন্য গ্রেফতারি আদেশ দেন।

পরিমনি  খবরের দেশকে বলেন ,তিনি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন এবং আইনি প্রক্রিয়ায় তিনি পুরোপুরি সহযোগিতা করবেন।

তিনি বলেন   এসব নিয়ে আমি কিছুই ভাবতে চাই না। আমার কোনো কিছুতে সমস্যা মনে হলে আমি কথা বলবই। আমার গায়ে লাগলে আমি কাউকে ছেড়ে কথা বলব না। সবার মতো আমি চুপ করে থাকতে পারি না। যেকোনো অন্যায় নিয়ে আমি কথা বলছি। এই অন্যায় নিয়ে কথা বলার কারণে আমাকে যদি বারবার জেলে যেতে হয়, আমি গেলাম। আর কী করব। কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউ কথাই বলবে না। সবাই বোবা হয়ে থাকবে? ‘’আমৃত্যু আমি অন্যায় দেখলে কথা বলব, যা আছে কপালে।‘’

তিনি আরো বলেন একটা পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত বিষয় যা আমার জীবনের একটা অংশ। এই মন্তব্য থেকে বোঝা যায় যে, পরীমনি এই গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে আত্মবিশ্বাসী ছিলেন এবং তিনি এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।

তার আইনজীবীও সংবাদমাধ্যমে জানান যে, পরীমনি অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি এবং তিনি শিগগিরই এই বিষয়ে তার পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরীমনি আদালতে আত্মসমর্পন করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল -হাইকোর্টের সিদ্ধান্ত

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার (১৬...