28.8 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

ক্লাবও নিতে পারবে প্রবাসী ফুটবলার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

হামজা দেওয়ান চৌধুরী-শমিত সোমদের মতো তারকাদের অভিষেক হয়েছে লাল-সবুজের জার্সিতে। তাদের দেখে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। হামজার মতো নতুন তারকার সন্ধান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।

এরই ধারাবাহিকতায় ২৮, ২৯, ও ৩০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসতে যাচ্ছে প্রবাসী ফুটবলারের মেলা। ১৪ দেশ থেকে ৫১ ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে নিজ খরচে ঢাকায় আসছেন। বাফুফের আয়োজনে এই ট্রায়ালের পোশাকি নাম ‘বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার’। ট্রায়ালে টিকে যাওয়া খেলোয়াড়দের বিভিন্ন বয়সভিত্তিক দলে নেওয়ার ইঙ্গিত রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন ক্লাবও নিতে পারবে।

২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু। এর পর কেটে যায় অনেক বছর। দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসেবে খেলেছিলেন তারিক রায়হান কাজী। একে একে সৈয়দ কাজেম শাহর মতো আরও কয়েক প্রবাসী গায়ে তোলেন লাল-সবুজের জার্সি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী আসার পর প্রবাসীদের জোয়ার বইতে শুরু করে।

শমিত সোম, কিউবা মিচেলের পর বাংলাদেশি হওয়ার অপেক্ষায় জায়ান হাকিমও। প্রবাসীদের এমন চাহিদা দেখে বাফুফে এই প্রথম এত বড় আয়োজন করতে যাচ্ছে। ট্রায়ালে সবচেয়ে বেশি সাড়া পড়েছে যুক্তরাজ্য থেকে। ১৯৬৬ বিশ্বচ্যাম্পিয়নদের দেশ থেকে আসছেন ২০ জন। যুক্তরাজ্য থেকে ১৪, সুইডেন থেকে পাঁচ এবং কানাডা থেকে দুই ফুটবলারের আসার কথা। একজন করে আসছেন ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়া থেকে।

বাফুফের এই ট্রায়ালে বয়স সীমা ১৪ থেকে ১৭ বছর পর্যন্ত। দুই ক্যাটেগারিতে হবে ট্রায়াল। অনূর্ধ্ব-১৯ বয়সীরা এক গ্রুপে, তাদের চেয়ে বেশি বয়সীরা অন্য গ্রুপে থাকবেন। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর নেতৃত্বে ট্রায়ালে ফুটবলারদের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য থাকবেন ছাইদ হাসান কানন, একেএম মারুফুল হক, জুলফিকার মাহমুদ মিন্টু, গোলাম রব্বানী ছোটন, আলফাজ আহমেদ ও মাহবুব হোসেন রক্সি। আর সামগ্রিক ট্রায়াল পর্যবেক্ষণ করবেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ট্রায়ালকে সামনে রেখে বুধবার রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নানা দিক তুলে ধরেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ‘আমরা ফুটবলকে নানাভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করছি। এই উদ্দেশ্যে ফেডারেশন থেকে কিছু স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে।

এর বাইরেও কয়েকটা বিশেষায়িত কমিটি করা হয়েছে কর্মসূচি এগিয়ে নিতে। সেই ধরনের একটা কর্মসূচি হচ্ছে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার। বিদেশে থাকা যেসব বাংলাদেশি আমাদের দেশের লিগে বা টুর্নামেন্টে খেলতে চান, তাদের আমরা উৎসাহিত করব। তাদের সঙ্গে এতে একটা বন্ধন তৈরি হচ্ছে। এরই অংশ হিসেবে এই ক্যাম্পেইন। ভবিষ্যতে জাতীয় দলের জন্যও তাদের ডাকা হবে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

কিশোরগঞ্জের গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

  কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:রকি হাসান মঙ্গলবার, ১২ অগাস্ট জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয় এতে ইসলামী...