Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ফুলকুমার নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ফলে ভাঙনের মুখে পড়েছে থানাঘাট বাজারের নতুন হাটসেড ও নদীতীরবর্তী কয়েকটি পরিবারের বসতভিটা।
স্থানীয়দের অভিযোগ—বারবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি।
গত ২৬ জুন সকালে সরেজমিনে দেখা গেছে, থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে পাইপ সংযুক্ত ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করে তা বিক্রি করছেন ইউসুফ আলী।
নদীতীরবর্তী এলাকার বাসিন্দা রেজিয়া বেগম বলেন, বালু তোলায় আমাদের ঘরবাড়ি এখন ভাঙনের মুখে। নিষেধ করলেও কেউ শোনে না।
আরেক বাসিন্দা মলিদা বেগম বলেন, এভাবে চলতে থাকলে আমাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসনের চোখের সামনে বিএনপির স্থানীয় এক নেতা বালু উত্তোলন করে বিক্রি করছেন।
এ ঘটনায় দ্রুত তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, ড্রেজার মেশিন দিয়ে ফুলকুমার নদী থেকে বালু উত্তোলনের ফলে থানাঘাট হাটসেডসহ নদীতীরবর্তী বাড়িঘর হুমকির মুখে পড়েছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত ইউসুফ আলী প্রথমে কথা বলতে অস্বীকৃতি জানালেও পরে বলেন, নদীর দুই পাশের জমি আমাদের, তাই বালু উত্তোলন করে বিক্রি করছি।