31 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

পরীমনি আজ সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে আত্মসমর্পণ করেন। জামিনের আবেদন জানান। তাঁর জামিন মঞ্জুর করেন আদালত। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত।

মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গতকাল রোববার পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদিন পরীমনির আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

কই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত। তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরীমনি ও জুনায়েদের বিরুদ্ধে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গত বছরের ১৮ এপ্রিল আমলে নেন ঢাকার সিজেএম আদালত।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ভারত-পাকিস্তান উত্তেজনা: ভারত ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান উত্তেজনা চরম আকার ধারণ করেছে, এবং এরই মধ্যে শত শত পাকিস্তানি...