33 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডন সিলস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ক্রিকেট ডেস্ক :

উইকেট পাওয়ার পর বোলাররা উদযাপন করবেন এটাই স্বাভাবিক। তবে উদযাপন মাত্রা ছাড়িয়ে গেলে বোলারদের শাস্তির মুখে পড়তে হয়। সেই শাস্তিই এবার পেয়েছেন জেডন সিলস।ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিলসের।

 

সঙ্গে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। তার অপরাধ প্যাট কামিন্সকে আউট করে ড্রেসিংরুমের পথ দেখান তিনি।প্রথম ইনিংসের ৫৫তম ওভারে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে অস্ট্রেলিয়ার অধিনায়ককে ক্যাচ করান সিলস। এরপরেই আঙুলের ইশারায় কামিন্সকে ড্রেসিংরুমের পথ দেখান ওয়েস্ট ইন্ডিজের পেসার।

সিলসের অপরাধ আইসিসির আচরণবিধি ২.৫ অনুচ্ছেদের অন্তর্ভূক্ত। অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ব্যাটারকে আউট করার পর আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে অপমানজনক ভাষা, আচরণ ও ইঙ্গিত করে যা তাদের উত্তেজিত কর তুলতে পারে।’

গত ২৪ মাসে দ্বিতীয়বারের মতো আচরণবিধি ভঙ্গ করেছেন সিলস। তার নামের পাশে তাই ২ ডিমেরিট পয়েন্ট হয়েছে।

তবে এবার এমন কিছু করেননি জানিয়ে সিলস বলেছেন, ‘অনেকটা হতাশা থেকে করেছি। আমার বলে বেশ কিছু ভালো শট খেলেছে কামিন্স। তাই আমি শুধু ড্রেসিং রুমটা কোথায় দেখিয়েছি। আর কোনো কিছু বোঝাতে ওটা করিনি।’ 

শুধু কামিন্সকে আউট করেননি সিলস।

বলা যায়, ব্রিজটাউন টেস্টে তার তোপেই প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৬০ রানে ৫ উইকেট নেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্লাতিনির বাসায় চুরি: খোয়া গেল ব্যালন ডি’অর জয়ীর ২০ ট্রফি ও মেডেল

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনির বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরিতে খোয়া গেছে অন্তত ২০টি মূল্যবান...