Your Ads Here 100x100 |
---|
ক্রিকেট ডেস্ক :
উইকেট পাওয়ার পর বোলাররা উদযাপন করবেন এটাই স্বাভাবিক। তবে উদযাপন মাত্রা ছাড়িয়ে গেলে বোলারদের শাস্তির মুখে পড়তে হয়। সেই শাস্তিই এবার পেয়েছেন জেডন সিলস।ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিলসের।
সিলসের অপরাধ আইসিসির আচরণবিধি ২.৫ অনুচ্ছেদের অন্তর্ভূক্ত। অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ব্যাটারকে আউট করার পর আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে অপমানজনক ভাষা, আচরণ ও ইঙ্গিত করে যা তাদের উত্তেজিত কর তুলতে পারে।’
শুধু কামিন্সকে আউট করেননি সিলস।
বলা যায়, ব্রিজটাউন টেস্টে তার তোপেই প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৬০ রানে ৫ উইকেট নেন তিনি।