32.2 C
Dhaka
রবিবার, জুন ২৯, ২০২৫

সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে যা বললেন প্রেস সচিব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো গোপন বৈঠক হয়নি। এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎ। আর গোপন বৈঠক হলেতো প্রেস রিলিজ দিতাম না। আমরাতো সৌজন্য সাক্ষাৎ হয়েছে সেটি জানিয়েই প্রেস রিলিজ দিয়েছি।

শনিবার (২৮ জুন) বিকেলে খুলনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে শফিকুল আলম বলেছেন, ‘আপনারা প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক দপ্তরগুলো ধরে ধরে রিপোর্ট করুন। কোথায় কি সংস্কার প্রয়োজন দেখিয়ে দিন।’

আগামী নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনই শুধু নয়, ভবিষ্যতের সব নির্বাচন হবে উৎসবমুখর।

জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনসহ বেশ কয়েকটি জায়গায় সংস্কারের কাজ শুরু হয়েছে।

খুলনার ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, খুলনাকে বাদ দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। স্টেডিয়ামের উন্নয়ন সাপেক্ষে খুলনায় যাতে আবারো আন্তর্জাতিক মানের খেলা শুরু করা যায় সে ব্যাপারেও সরকারের পরিকল্পনা রয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিঃ গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী

  চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুকে লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেয়ার...