28.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

লিভার সুস্থ রাখতে চান আপনি, তাহলে এই খাবারগুলি খেতে ভুলবেন না

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত জীবনযাপন ও শরীরচর্চার অভাব সবচেয়ে বেশি ক্ষতি করে লিভারের। অতিরিক্ত তেল-মসলা, প্রসেসড ফুড, বা মদ্যপান লিভারে ফ্যাট জমিয়ে তৈরি করে ফ্যাটি লিভারের ঝুঁকি। এতে লিভারের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। তবে ভালো খবর হলো, কিছু সহজ খাবার নিয়মিত খাওয়ার মাধ্যমে লিভারকে সুস্থ রাখা সম্ভব। চলুন, জেনে নিই।

শাকসবজি
সবুজ শাকে থাকা ক্লোরোফিল উপাদান পিত্ত উৎপাদনে সহায়তা করে, যা শরীর থেকে বর্জ্য বের করতে সাহায্য করে। এতে ফ্যাটও ভাঙে সহজে। তাই প্রতিদিন খাদ্যতালিকায় শাক রাখুন।

রসুন

রসুনে থাকা অ্যালিসিন ও সেলেনিয়াম লিভার থেকে টক্সিন দূর করে। রোজ মাত্র ১–২ কোয়া রসুন খেলেই লিভার থাকবে ফ্যাটমুক্ত।

হলুদ
হলুদের কারকিউমিন উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহনাশক হিসেবে কাজ করে। এটি লিভার পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপেল

আপেলে থাকা পেকটিন ফাইবার হজমে সহায়তা করে এবং অন্ত্র পরিষ্কার রাখে। ফলে লিভারের ওপর চাপ কমে। প্রতিদিন একটি আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

গ্রিন টি
গ্রিন টিতে রয়েছে ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট। যা লিভারের ফ্যাট, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে রাখে।

দিনে ৩–৪ কাপ খেলে উপকার মিলবে।
লেবুজাতীয় ফল
লেবু, মুসাম্বি বা অন্য যে কোনও ভিটামিন সি সমৃদ্ধ ফল লিভার ডিটক্সে সহায়তা করে। হালকা গরম পানিতে লেবু মিশিয়েও খাওয়া যায়।
কপিজাতীয় সবজি
বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি বা ওলকপিতে থাকা গ্লুকোসিনোলেটস এনজাইম লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।
- Advertisement -spot_img
সর্বশেষ

আমি তো আছি, ভয় করিস না বোন আমার

খবরের দেশ ডেস্ক: বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখে হতবাক হয়েছে সাড়া দেশ । মাইলস্টোন ভাই বোন দুজনেই  পড়ালেখা  করতেন।  বিমান হামলে...