33.3 C
Dhaka
শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বেনফিকাকে উড়িয়ে কোয়ার্টারে চেলসি

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
চার ঘণ্টা ৩৮ মিনিট ধরে চলা এক অভাবনীয় ম্যাচে বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের শার্লটে অনুষ্ঠিত ম্যাচটি কেবল ফুটবল ম্যাচ নয়, ছিল এক মহাকাব্যিক নাটক। যার পরতে পরতে ছিল আবহাওয়া বিভ্রাট, বিতর্কিত সিদ্ধান্ত ও অতিরিক্ত সময়ের উত্তেজনা।
ম্যাচের ৬৪তম মিনিটে রিস জেমসের ফ্রি কিকে এগিয়ে যায় চেলসি।
মনে হচ্ছিল, এক গোলেই ম্যাচের নিষ্পত্তি হবে। কিন্তু খেলা থামিয়ে দেয় ভয়াবহ ঝড়। ৮৬তম মিনিটে রেফারি স্লাভকো ভিনচিচ খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দেন এবং দর্শকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর খেলা আবার শুরু হয়।

বতবে ফিরে এসে চেলসিকে ভিন্ন এক রূপে দেখতে হয়। ম্যাচের যোগ করা সময়ে মালো গুস্তোর হাতে বল লাগলে পেনাল্টি পায় বেনফিকা। সেখান থেকে আনহেল দি মারিয়া গোল করে ম্যাচ সমতায় আনেন (১-১)।

অতিরিক্ত সময়ে নাটকের পর্দা আরো খোলে।

বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যা বাড়ে চেলসির পক্ষে। সেই সুবিধা কাজে লাগিয়ে এনকুনকু, পেদ্রো নেতো এবং কিয়েরনান ডিউসবারি-হল তিনটি গোল করে চেলসিকে ৪-১ ব্যবধানে জয় এনে দেন।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ফিলাডেলফিয়ায় শুক্রবার রাত ৮টায় (বাংলাদেশ সময় শনিবার রাত ১টা) মুখোমুখি হবে দুইদল। তবে ওই ম্যাচে হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ হয়েছেন চেলসির ময়েসেস কাইসেদো।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না,আসবেও না,আমিই শেষ : সমাবর্তনে বক্তৃতায় এক যুবক

খবরের দেশ ডেস্ক : বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন— “আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর...