30 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫

নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওমর আলী (৫৩) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নসরতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠায়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় প্রায় ৫০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া ওমর আলী ওই মামলার অন্যতম অভিযুক্ত।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “ওমর আলীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওমর আলী দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তবে তিনি এই মামলায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

খেলাধুলা ডেস্ক : স্যাবাইনা পার্কে অভিষেকেই বাজিমাত করলেন মিচেল ওয়েন। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে তিনি হয়ে উঠলেন ম্যাচের নায়ক। ক্যামেরন...