Your Ads Here 100x100 |
---|
বরিশাল প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া পৌরসভায় চলাচলের ভোগান্তি কমাতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পৌর জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পৌর শহরের অন্যতম ব্যস্ত সড়ক মধুচাক সংলগ্ন সংযোগ সড়ক পরিষ্কারের এ কর্মসূচির আয়োজন করেন পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন। এতে সহযোগিতা করে বানারীপাড়া যুব সেবা টিম।
সড়কটি সাময়িকভাবে বন্ধ থাকায় বিকল্প সড়কে অতিরিক্ত চাপ পড়ে। কিন্তু সেই সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছিল। এমন প্রেক্ষাপটে জামায়াত নেতৃবৃন্দ পরিচ্ছন্নতার উদ্যোগ নেন।
কর্মসূচিতে অংশ নেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর সেক্রেটারি মো. ফাইজুল হক, বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল মল্লিক, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ও তথ্য ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান।
সকাল থেকেই দলীয় কর্মীরা হাতে গ্লাভস, কোদাল ও বস্তা নিয়ে নেমে পড়েন সড়ক পরিষ্কার কাজে। তাদের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেন।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কার্যক্রমের প্রশংসা করেন এবং অন্যান্য সংগঠনকেও এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।