26 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মোশাররফ-রাজের নায়িকা ফারিণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রথমবারের মতো জনপ্রিয় দুই অভিনেতাকে দেখা যাবে এক সিনেমায়। তারা হলেন মোশাররফ করিম ও শরীফুল রাজ। সঞ্জয় সমদ্দার পরিচালনা করবেন সিনেমাটি। এটি হতে যাচ্ছে নির্মাতার দ্বিতীয় ছবি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মানুষ’ সিনেমা দিয়ে তিনি সিনেমা পরিচালনায় হাতেখড়ি করেন। সেই ছবিতে সঞ্জয় চমক দেখিয়েছিলেন কলকাতার জিৎকে নায়ক হিসেবে নিয়ে। ছবিটি প্রযোজনাও করেছিলেন জিৎ।

সেই চমক বজায় রাখলেন তিনি দ্বিতীয় সিনমাতেও। নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে প্রথমবারের মতো জনপ্রিয় দুই অভিনেতাকে দেখা যাবে নির্বাচন করেছেন তিনি। ইতিমধ্যে দুই তারকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানান সঞ্জয়।তবে চমকপ্রদ খবর হলো,এই সিনেমায়নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ।

তবে সঞ্জয় সমদ্দার বিষয়টিকে চূড়ান্ত বললেন না। তার ভাষ্য, ‘একটি সিনেমা নির্মাণের আগে তো অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কথা হয়। অডিশন পর্ব হয়। আমার নতুন সিনেমার ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। শুধু তাসনিয়া ফারিণই নন, ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমার। এর মধ্যে যাঁর সঙ্গে ব্যাটে-বলে মিলে যাবে, তাকেই চূড়ান্ত করা হবে। শিগগির সিনেমার অভিনয়শিল্পীদের নামের তালিকা অফিশিয়ালি জানানো হবে।’

ছবির নাম নিয়ে সঞ্জয় বলেন, ‘প্রাথমিকভাবে ‘ইনকিলাব’ ও ‘ইনসাফ’ দুটি নাম পছন্দ করেছি। সিনেমার গল্প অনুযায়ী দুটি নাম যথার্থ মনে হয়েছে। আলোচনার মাধ্যমে একটি নাম চূড়ান্ত করা হবে।’

অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হবে সঞ্জয়ের দ্বিতীয় সিনেমা। ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে রাজকে। মোশাররফ করিম অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। তার চরিত্রটিও উপস্থাপন করা হবে ভয়ংকররূপে। সিনেমাটি প্রযোজনা করবে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়েই দীর্ঘদিন পরে চলচ্চিত্র প্রযোজনায় আসছে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কী অবস্থা মাগুরার সেই শোকার্ত গ্রামটির।

প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত হওয়া মাগুরার আট বছর বয়সী শিশুটির বাড়িতে এখনো শোকের ছায়া।...