Your Ads Here 100x100 |
---|
বর্তমান সময়ের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে প্রীতম-অর্ণব। আজ এই দুই গায়কের জন্মদিন।
১৯৯৭ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অর্ণবের সংগীত ক্যারিয়ার। ভারতীয় বন্ধুদের নিয়ে অর্ণব ‘বাংলা’ ব্যান্ড গড়ে তোলেন তখন তার বয়স মাত্র ১৮। এতে কিছুদিন পর যুক্ত হন আরেক শ্রোতানন্দিত শিল্পী আনুশেহ আনাদিল। ২০০২ সালে প্রকাশিত হয় ‘বাংলা’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘কিংকর্তব্যবিমুঢ’। অ্যালবামটির গানগুলো তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছিল স্ফুলিঙ্গের মতো। সেসব গান আজও জনপ্রিয়। আর সর্বত্র ছড়িয়েছে অর্ণবের নামের রোশনাই।
২০০৫ সালে প্রকাশিত হয় অর্ণবের প্রথম একক ‘চাই না ভাবিস’। পরের বছরই আসে তার তুমুল জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’। এরপর ২০০৮ সালে ‘ডুব’, ২০১০ সালে ‘রোদ বলেছে হবে’, ২০১২ সালে ‘আধেক ঘুমে’, ২০১৫ সালে ‘খুব ডুব’ এবং ২০১৭ সালে আসে তার ‘অন্ধ শহর’।


অন্যদিকে সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও অভিনয়শিল্পী প্রীতম হাসান। কোক স্টুডিও বাংলার মঞ্চে ‘মা লো মা’ ও ফজলু মাঝির ‘দেওরা’-কে তুলে এনেছেন প্রীতম; সংগীত পরিচালনার পাশাপাশি লোকগানে কণ্ঠও দিয়েছেন তিনি। গানগুলো প্রকাশের পর মানুষের মুখে মুখেও ছড়িয়ে পড়েছে। এরপর শাকিব খান অভিনীত তুফান ছবিতে তাঁর আর অন্তরার গাওয়া, আকাশ সেনের সঙ্গিতায়জনের গান ‘লাগে উড়াধুরা’ গানটিও তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এরইমধ্যে প্রকাশ পাচ্ছে তাঁর , এলিটা ও জয়া আহসান এর ভিজ্যুয়াল ফিল্ম ‘বাগান বিলাস’ ।
এদিকে লোকগানের সঙ্গে আধুনিক গানেও নিজেকে শাণিত করছেন প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘জাদুকর’, ‘বেয়াইনসাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় গানে পাওয়া গেছে তাঁকে।
মাঝে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘দ্য নাইট অব প্রীতম হাসান’ কনসার্ট আয়োজন করেছেন । করেছেন তাসনিয়া ফারিণের সঙ্গে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’। মোটকথা দুই মাধ্যমেই সরব তিনি।