29 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

জ্বীন থ্রি’ দিয়ে সাত বছর পর জাজে ফিরছেন ফারিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন টু’। পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান। জাজ জানিয়েছে, ঢাকার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল ভৌতিক ঘরানার সিনেমাটি। এবার আসছে ‘জ্বীন থ্রি’। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।

২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। এরপর কাজ করেছেন জাজের একাধিক সিনেমায়। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে। অবশেষে সাত বছর পর পুরোনো ঘরে ফিরছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারিয়া জানান, ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে তাঁর। ফেসবুকে ফারিয়া লেখেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে আজিজ ভাই প্রথম আমার পারফম্যান্স দেখেন। এরপর অনেকবার সিনেমা করার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপনের শুটিংয়ে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনো দিন পূরণ হতো না। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’

ফারিয়া আরো বলেন, ‘২০২৫ আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। ভালো লাগার বিষয় হলো, নতুন বছর শুরু হচ্ছে সিনেমা দিয়ে। এ ছাড়া, এ বছর আমার সিনেমা ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হবে। ২০১৫ সালে আমার প্রথম সিনেমা আশিকি মুক্তি পেয়েছিল। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার শুরু হয়েছিল, তাদের সঙ্গে আবারও কাজ করছি। সিনেমার পাশাপাশি একাধিক গানও আসবে। মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। একটি ফুয়াদ ভাইয়ের সংগীতে, আরেকটি মুজার সঙ্গে।

জ্বীন টু-এর মতো জ্বীন থ্রিও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। তবে এখনই সিনেমার গল্প ও অন্য কলাকুশলীদের বিষয়ে কথা বলতে চাননি তিনি। জানালেন, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। সেখানে থাকবে চমক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জ্বীন থ্রি সিনেমার শুটিং। চলতি বছর কোনো এক উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বরগুনার আমতলীতে ওরস চলাকালে মাজারে হামলা, ভাঙচুর ও আগুন

বরগুনার আমতলীর ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মাজারের ভেতরের সামিয়ানা...