30.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পর পর , চার প্রতারককে গ্রেপ্তার করল দুদক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পর চার প্রতারককে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
তারা হলেন– মো. সেলিম, মো. তরিকুল ইসলাম, মো. আতিক ও মো. আব্দুল হাই সোহাগ। তবে চক্রের হোতা সোহাগ পাটোয়ারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান দুদকের কর্মকর্তারা।
গত শনিবার রাতে দুদক পরিচালক আবুল হাসনাতের নেতৃত্বে একটি বিশেষ দল পুলিশ, র্যা ব, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার গ্রিন মডেল টাউন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, বিভিন্ন পত্রিকার নামে আইডি কার্ড, উচ্চপদস্থ কর্মকর্তার ভিজিটিং কার্ড, ব্যাংকের চেক বই, ছয়টি মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।
হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ‘দুদকের চায়ের বিল এক লাখ টাকা’ শিরোনামে পোস্ট দিয়েছিলেন। এটি নজরে আসার পর সাঁড়াশি অভিযান চালায় দুদক।
গতকাল ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে চার প্রতারককে গ্রেপ্তারের কথা জানান মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন। এ সময় দুদক মহাপরিচালক আবদুল্লাহ-আল-জাহিদ, পরিচালক আবুল হাসনাত, জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে বলা হয়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে রোববার রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মামলা করেছেন। ব্রিফিং শেষে চারজনকে রমনা থানায় হস্তান্তর করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...