26.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের জীবনের অনেক কিছুই বাস্তব : রিয়া মনি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেখানেই আত্মহত্যার চেষ্টা করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ খবর কালের কণ্ঠে প্রকাশ হলে তা মুহূর্তেই ছড়িয়ে পোড়ে। এরপরই হিরো আলমের কাছে ছুটে যান তার স্ত্রী রিয়ামনি।
এরপর থেকেই হিরো আলমের সঙ্গে থাকছেন রিয়ামনি।
তিনি সোমবার ফেসবুকে লিখেছেন, কাউকে ভালোবাসলে তাকে ঠকাইয়েন না! ⁠তাকে ভালো একটা জীবন উপহার দিন।  আমরা ক্যামেরার সামনে অভিনয় করি বলে কিন্তু আমাদের জীবনের সব অভিনয় নয়।

একই কথা রবিবার কালের কণ্ঠকে বলেন। তিনি বলেন, দেখেন মানুষের মন মানসিকতা সব সময় এক থাকে না।

আমরা ক্যামেরার সামনে কাজ করি বলে কি আমাদের ব্যাক্তিগত কোনো বিষয় থাকতে পারে না? একটা খারাপ সময় যাচ্ছে আমাদের। এই সময় মানুষ কিভাবে এসব বলে জানি না। তবে আমরা ক্যামেরার সামনে অভিনয় করি বলে কিন্তু আমাদের জীবনের সব অভিনয় নয়।

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

তাঁর অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি বাবাকে দেখতে আসেননি, বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে আসেননি।

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ২০১৭ সালে প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে (হিরো আলম) বগুড়ায় মামলা করেন। ওই মামলাকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যায়। ২০২২ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা না হওয়ায় সংসার ভেঙে যায়। এরপর রিয়া মনির (হিরো আলম প্রযোজিত সিনেমার নায়িকা) সঙ্গে পরিচয় হয়।

পরবর্তী সময়ে তাঁরা বিয়ে করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...