28.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

টাকা বাঁচাতে পেমেন্ট পিছাতে চায় নিশান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপানি গাড়ি নির্মাতা নিশান তাদের নগদ প্রবাহ বাড়াতে ইউরোপ ও যুক্তরাজ্যের কিছু সরবরাহকারীকে বিলম্বিত পেমেন্টের প্রস্তাব দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে, নিশানের অভ্যন্তরীণ ইমেইল ও নথিপত্রে এমন তথ্য উঠে এসেছে।

নতুন সিইও ইভান এসপিনোসা এপ্রিল মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিকে পুনর্গঠনের পথে হাঁটছেন। তিনি ১৫% কর্মী ছাঁটাই ও সাতটি কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে দুই বছরের মধ্যে ৫০০ বিলিয়ন ইয়েন সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২০২৪ অর্থবছরে নিশান ৪.৫ বিলিয়ন ডলার নিট ক্ষতি করেছে। চলতি বছর কোনও আয়ের পূর্বাভাসও দেয়নি। চলতি ত্রৈমাসিক শেষে নগদ সংরক্ষণের লক্ষ্যে জুন মাসের পেমেন্ট আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

নিশান জানিয়েছে, এটি জোর করে নয়—সরবরাহকারীরা চাইলেই বিলম্বিত পেমেন্টের বিনিময়ে সুদ পাবে। অথবা তারা নির্দিষ্ট সময়ে পেমেন্ট নিতে পারবে, যা ব্যাংক (যেমন HSBC) থেকে পরিশোধ করা হবে, পরে নিশান সুদসহ সেই অর্থ ব্যাংককে ফেরত দেবে।

বিশ্লেষকরা বলছেন, এটি নিশানের আর্থিক চাপে থাকার প্রমাণ। কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে পুনরায় পজিটিভ নগদ প্রবাহে ফেরার লক্ষ্য রয়েছে। বর্তমানে তাদের হাতে ২.২ ট্রিলিয়ন ইয়েন নগদ রয়েছে, কিন্তু চলতি বছরেই ৭০০ বিলিয়ন ইয়েন ঋণ পরিশোধ করতে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...