31.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

জার্সি থেকে বুট—মেসির সবই নিয়ে গেলেন ডেম্বেলে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শক্তির দিক থেকে অনেক এগিয়ে থাকা পিএসজি যেন মায়ামির সঙ্গে ছেলেখেলা করল! লিওনেল মেসির দলকে ৪-০ গোলে উড়িয়ে দিলেন লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসি, তাই ভরসা হারায় তার দলও। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনিই। পুরনো ক্লাব পিএসজির বহু সতীর্থের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা যায় এই আর্জেন্টাইন মহাতারকাকে।

ম্যাচ শেষেই মাঠে এসে মেসির সঙ্গে কোলাকুলি করেন দোন্নারুম্মা, মারকুইনিয়োস, হাকিমি, ভিতিনিয়া ও লুকাস এরনান্দেজরা। তবে সবার চেয়ে এগিয়ে ছিলেন ওসমান ডেম্বেলে। মেসির জার্সি নিয়েই থেমে থাকেননি তিনি—নিয়েছেন শর্টস এবং বুটও!

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির ১০ নম্বর জার্সি ও বুট হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন ডেম্বেলে। ক্যাপশনে লিখেছেন, “তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা। আশা করি তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ইতিহাস গড়বে।”

স্টোরিতেও মেসির শর্টস, জার্সি ও বুটের ছবি দিয়েছেন ডেম্বেলে। এক কথায়, ম্যাচে মেসি যা পরে খেলেছেন, তার সবই নিজের সংগ্রহে রেখেছেন তিনি। মেসির প্রতি এই ভালোবাসা যেন ফুটবলভক্তদের মনে আবারও স্মরণ করিয়ে দিলেন—তিনি শুধু একজন খেলোয়াড়ই নন, একটি জীবন্ত কিংবদন্তি।

- Advertisement -spot_img
সর্বশেষ

আগামী তিন বছরে অর্ধমিলিয়ন নন-ইইউ কর্মীকে ভিসা দেবে ইতালি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইতালি সরকার ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের প্রায় পাঁচ লাখ কর্মীকে কাজের ভিসা দেওয়ার সিদ্ধান্ত...