28.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

কুবি সায়েন্স ক্লাবে নবীন বরণ ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ক্যাম্পাস প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিজ্ঞানচর্চা উৎসাহিত করতে ‘নবীন বরণ ও বিজ্ঞান কর্মশালা’ আয়োজন করেছে। “বিজ্ঞানকে জানো, বিশ্বকে জানো” প্রতিপাদ্যে সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সিইও ড. মো. মুজিবুর রহমান। এছাড়াও ছিলেন ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: শহাদাত হোসেন, আইসিটি বিভাগের প্রভাষক খোন্দকার অলিউল্লাহ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাসুদ পারভেজ সবুজ ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আকর্ষণীয় উপহার ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। ড. মো: শহাদাত হোসেন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের কার্যক্রম কুমিল্লা অঞ্চলে বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করবে এবং তা আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে।”

আইসিটি বিভাগের প্রভাষক খোন্দকার অলিউল্লাহ কৃত্রিম বুদ্ধিমত্তার চিকিৎসা খাতে প্রভাব ও গুরুত্ব আলোচনা করেন। ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস স্বাস্থ্যকর জীবনধারার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ড. মুজিবুর রহমান বলেন, “দেশের ভবিষ্যৎ নেতৃত্বদের শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা প্রয়োজন।” ক্লাবের সভাপতি জনি সরকার নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই সায়েন্স ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানের শেষে কেস স্টাডি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...