30.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

ইসরায়েলে ফ-৩৫ যন্ত্রাংশ রপ্তানি বৈধ: লন্ডনের হাইকোর্টের রায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রিটেনের ফ-৩৫ যোদ্ধা বিমান অংশ ইসরায়েলে রপ্তানি করা আইনগত ছিল বলে সিদ্ধান্ত দিয়েছে লন্ডনের হাইকোর্ট। এ রায়ে বলা হয়েছে, যদিও যুক্তরাজ্য স্বীকার করেছে যে ওই যন্ত্রাংশ গাজায় আন্তর্জাতিক মানবতাবাদী আইনের লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে, তবুও সরকার এই রপ্তানি নিষেধাজ্ঞা থেকে ফ-৩৫ পার্টসকে বাদ দিয়েছে।

ইসরায়েল-অধিক্ষুত পশ্চিম তীরের মানবাধিকার সংগঠন আল-হাক ব্রিটেনের বিজনেস অ্যান্ড ট্রেড ডিপার্টমেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল, কারণ তারা ২০২৩ সালে কিছু অস্ত্র রপ্তানি লাইসেন্স স্থগিত করার সময় ফ-৩৫ পার্টসের লাইসেন্স বাদ দেয়।

যুক্তরাজ্যের সরকার ইসরায়েল গাজায় হামাসের অক্টোবর ২০২৩ হামলার জবাবে চালানো সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবতাবাদী আইন মানতে অগ্রসর নয় বলে মনে করেছিল। কিন্তু তারা ফ-৩৫ লাইসেন্স স্থগিত না করার কারণ হিসেবে বলেছিল, এটি একটি বিশ্বব্যাপী প্রকল্পের অংশ এবং রপ্তানি বন্ধ করলে আন্তর্জাতিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের ওপর ভরসা ক্ষুণ্ন হবে।

হাইকোর্টের বিচারক স্টিফেন ম্যালস ও কারেন স্টেইন রায়ে বলেছেন, এই মামলা আসলে “ব্রিটেন কি ইসরায়েলে অস্ত্র সরবরাহ করবে কি না” তা নিয়ে নয়, বরং সরকারকে আন্তর্জাতিক ফ-৩৫ প্রকল্প থেকে বের হয়ে আসার নির্দেশ দেওয়া যায় কি না তা ছিল মূল বিষয়। তারা বলেন, “এই অত্যন্ত সংবেদনশীল ও রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের বিষয়, যা সংসদ ও জনগণের প্রতি দায়বদ্ধ।”

আল-হাক কি রায়ের বিরুদ্ধে আপিল করবে, তা এখনো নিশ্চিত নয়।

সূত্রঃ  রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

বোরহানউদ্দিনে প্রতিবাদ করায় স্কুল শিক্ষকের ওপর হামলা

  ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা ৮ নম্বর ওয়ার্ডে স্কুল শিক্ষক মো. নাজিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।...