30.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

বিচ্ছেদের গুঞ্জনে ক্ষুব্ধ অভিষেক, দিলেন স্পষ্ট বার্তা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বহু বছর ধরে বলিউডের আলোচিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চললেও এবার সে বিষয়ে মুখ খুলেছেন অভিষেক। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দিয়েছেন কঠোর বার্তা, জানিয়ে দিয়েছেন—তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি।

ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, “লোকে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার পরিবার আছে, যারা এসব কথায় কষ্ট পান। আমি যদি ব্যাখ্যা দিতেও চাই, তাহলেও তারা আমার কথার ভুল ব্যাখ্যা করবে। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়।”

তিনি আরও বলেন, “আপনারা কেউই আমার জীবনের অংশ নন। আপনারা এসে আমার জীবন বাঁচাতে পারবেন না। তাই আপনাদের কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো দায় নেই। বরং যারা এসব গুজব ছড়ান, তারাই এসবের জবাব দেবেন।”

অনলাইন মন্তব্যকারীদের উদ্দেশে অভিষেক বলেন, “কম্পিউটারের সামনে বসে যা খুশি তাই বলা একধরনের দায়িত্বহীনতা। এসব মন্তব্য মানুষকে ব্যথিত করে। বুঝতে হবে—আপনাদের কথার প্রভাব কতটা গভীর হতে পারে।”

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০১১ সালে তাদের সংসারে আসে কন্যা আরাধ্যা। তবে গত কয়েক বছর ধরেই এই তারকা দম্পতির সম্পর্কে টানাপড়েন ও বিচ্ছেদের গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনে স্পষ্টভাবে জল ঢাললেন অভিষেক নিজেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

ট্রাম্পের ‘বড়, সুন্দর’ বিলের প্রস্তাবই বাড়াবে মার্কিন ট্রেজারি বন্ডের ঝুঁকি

  আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সিনেটে ট্রাম্প প্রশাসনের ‘বড়, সুন্দর’ করছাড় ও ব্যয় বাড়ানোর বিল পাশের প্রক্রিয়ায় থাকায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে মার্কিন...