Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা ৮ নম্বর ওয়ার্ডে স্কুল শিক্ষক মো. নাজিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের আগে বায়তুল আমান জামে মসজিদে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।
আহত শিক্ষক জানান, ওই মসজিদের অস্থায়ী ইমাম মাওলানা মো. ফারুক রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি কথা বলার অনুমতি চান। কিন্তু তাৎক্ষণিকভাবে ইমাম ফারুক, মো. শাফিজল জজ (৫০), মো. সোহাগ (২২), মো. আব্বাস (৪০), মো. সামছল পাটোয়ারী (৬৫), মো. নোমান (৩৫) ও আরও ২০–২৫ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা তার দুটি স্বর্ণের আংটি, একটি দামী ঘড়ি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে ছিল ৫৫ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া একজন মুসল্লির ২০ হাজার টাকা দামের মোবাইল ফোন এবং আরেকজনের চশমা ভেঙে ফেলার অভিযোগও আছে।
নাজিম উদ্দিন দাবি করেন, স্থানীয় সন্ত্রাসী নিরবের সঙ্গে তার পুরোনো শত্রুতা ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ফারুককে দিয়ে হামলা করিয়েছে নিরব।
এ বিষয়ে মাও. ফারুক অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।