Your Ads Here 100x100 |
---|
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে নিখোঁজের তিন দিন পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম সুমি খাতুন (৪০)। তিনি ওই গ্রামের মাষ্টারপাড়ার গাজীউর রহমান মাষ্টারের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে স্বামী সুলতানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুটি সন্তান রয়েছে। এরপর থেকেই মানসিকভাবে কিছুটা অসুস্থ সুমি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবার জানায়, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন সুমি। তার মানসিক অবস্থার কারণে পরিবার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। সোমবার (৩০ জুন) সকালে স্থানীয়রা আইজ উদ্দিন মাষ্টারের একটি পাকা কবরের দেয়ালের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মুখ ফোলা ছিল।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।