27.5 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

জাককানইবি প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেই আপনারা শিক্ষক হয়েছেন। কিন্তু শিক্ষকতার পাশাপাশি গবেষণায় দক্ষতা অর্জনও জরুরি। প্রশিক্ষণের ফল তখনই পাওয়া যাবে, যখন এর পরিপ্রেক্ষিতে আপনারা আন্তর্জাতিক জার্নালে গবেষণা গ্রহণপত্র (Acceptance Letter) অর্জন করতে পারবেন।”

বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল এবং স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা।

দিনব্যাপী এই কর্মশালায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...