32 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫

আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

সৌদি আরবের ক্লাব আল হিলাল ছিটকে দিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে ৪-৩ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পেপ গার্দিওলার দল।

প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ন্ত্রণ করতে পারেনি সিটি। নবম মিনিটে বের্নার্দো সিলভার গোল নিয়ে আল হিলালের খেলোয়াড়রা আপত্তি তুললেও রেফারি তাতে কর্ণপাত করেননি। বিরতিতে সিটি এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ফিরে আসে আল হিলাল।

৪৭ মিনিটে মার্কোস লিওনার্দো এবং ৫২ মিনিটে মালকমের গোলে ২-১ তে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। তবে ৫৫ মিনিটে হালান্ড গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ম্যানসিটির একের পর এক আক্রমণ ব্যর্থ হয়।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে কুলিবালির হেডে আল হিলাল আবারও এগিয়ে যায়। পরে ফিল ফোডেন গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান।

তবে নির্ধারক মুহূর্তটি আসে ১১২ মিনিটে। সের্গেই মিলিনকোভিচ সাভিচের হেড ঠেকালেও বল লেগে চলে আসে লিওনার্দোর সামনে। তিনি ডান পায়ে গোল করে দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নাম লেখান।

বল দখল ও শটের সংখ্যায় এগিয়ে থাকলেও ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হাসে আল হিলাল। এই জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে তারা।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

লন্ডনের রাস্তায় নাচলেন প্রিয়াংকা-নিক, কেমিস্ট্রিতে মুগ্ধ নেটিজেনরা

  বিনোদন ডেস্কঃ বলিউড-হলিউডের জনপ্রিয় দম্পতি প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস ফের ভাইরাল সামাজিক মাধ্যমে। এবার লন্ডনের এক রাস্তায় প্রকাশ্যে ধরা...