26.8 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫

দীর্ঘদিন ধরে বন্ধ কুবির ক্যাফেটেরিয়া, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় খাবারের সংকটে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস খোলার পরও গুরুত্বপূর্ণ এই সেবাকেন্দ্রটি চালু না হওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে উচ্চমূল্যে বাইরের হোটেলে খেতে হচ্ছে।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ২২ জুন বিশ্ববিদ্যালয় খুললেও এখনো ক্যাফেটেরিয়া চালু হয়নি। প্রতিদিন শত শত শিক্ষার্থী এখানে খাওয়ার জন্য ভিড় করতেন। তবে ক্যাফেটেরিয়ার পরিবেশ, খাবারের মান ও পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই অভিযোগ থাকলেও, এবার পুরো ক্যাফেটেরিয়াই বন্ধ রয়েছে।

মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু হানিফ বলেন, “ক্যাফেটেরিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অপরিহার্য অংশ। সুলভ মূল্যে খাবার পাওয়া যেত, কিন্তু দীর্ঘদিন ধরে এটি বন্ধ থাকায় আমরা বাইরে গিয়ে বেশি খরচ করে খেতে বাধ্য হচ্ছি।”

একই কথা বলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, “আমাদের অনেকেই আর্থিকভাবে সচ্ছল না। ক্যাম্পাসে খাবার না পেয়ে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

এ বিষয়ে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “টেন্ডার শেষ হয়েছে। নতুন প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিক চুক্তি করেনি। চেষ্টা করছি দ্রুত চালু করতে, যেন মানসম্মত খাবার ও পরিবেশ নিশ্চিত করা যায়।”

শিক্ষার্থীরা দ্রুত ক্যাফেটেরিয়া চালুর দাবি জানিয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...