28.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কারণ ‘রাজনৈতিক’, ভারতে নতুন বিতর্ক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পেছনে ‘রাজনৈতিক সীমাবদ্ধতা’কে দায়ী করেছেন এক জ্যেষ্ঠ নৌবাহিনী কর্মকর্তা। তার এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত এক সেমিনারে ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার বলেন, গত ৭ মে ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার কারণ ছিল রাজনৈতিক নেতৃত্বের দেওয়া ‘সীমাবদ্ধ নির্দেশনা’। ওই সময় সামরিক বাহিনীকে পাকিস্তানের সামরিক স্থাপনা বা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছিল।

ক্যাপ্টেন কুমার জানান, ভারত পরে কৌশল পরিবর্তন করে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে সফলভাবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে।

তার এই বক্তব্যকে ‘ব্যর্থতার দলিল’ আখ্যা দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, সরকার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সত্য গোপন করেছে। তারা সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে।

জবাবে জাকার্তায় ভারতীয় দূতাবাস জানায়, ক্যাপ্টেন কুমারের বক্তব্য ‘অপ্রাসঙ্গিকভাবে উদ্ধৃত’ হয়েছে এবং তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান ৭ মে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও নয়াদিল্লি দীর্ঘদিন বিষয়টি স্বীকার করেনি। তবে পরে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানান, ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করা জরুরি।

এই বিতর্কে দেশটির রাজনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...