Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে লাইসেন্সপ্রাপ্ত পিস্তলের গুলিভর্তি ম্যাগাজিন পাওয়ার ঘটনায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় বিষয়টি ধরা পড়ে।
তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মারাক্কেশে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল–২০২৫’ অনুষ্ঠানে অংশ নিতে তিনি যাচ্ছিলেন। স্ক্যানিংয়ের সময় তার কেবিন ব্যাগে একটি খালি ম্যাগাজিন পাওয়া যায়। তিনি দুঃখ প্রকাশ করে সেটি প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, “ঘটনাটি ভুলবশত হয়েছে বলে দাবি করেছেন উপদেষ্টা। তবে আগাম ঘোষণা ছাড়া বিমানে এমন কিছু বহন আইনত নিষিদ্ধ।”
অস্ত্র নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী, সাধারণ নাগরিকদের অস্ত্রের লাইসেন্স পেতে কমপক্ষে ৩০ বছর বয়স এবং নির্ধারিত আয়কর ইতিহাস থাকা আবশ্যক। যদিও মন্ত্রী কিংবা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য এসব শর্ত শিথিলযোগ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে— উপদেষ্টা বয়স ও কর-সংক্রান্ত শর্ত পূরণ না করেও কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন?
এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওটা একে-৪৭ নয়, একটি খালি ম্যাগাজিন। ভুলক্রমে থেকে গেছে, সেটাই ফেরত দিয়েছেন।”
আইন বিশেষজ্ঞরা বলছেন, অস্ত্রের অংশও ‘অস্ত্র’ হিসেবে গণ্য হয়, এবং ভুল হলেও তা প্রমাণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির।