Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা গণনায় এমপিওভুক্তির তারিখ নয়, বরং চাকরিতে প্রথম যোগদানের তারিখ বিবেচনা করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সারা দেশের বিভিন্ন কলেজের ৮০ জন প্রভাষক প্রথম যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণের দাবিতে এ রিট দায়ের করেন। রিটে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণে এমপিওভুক্তির তারিখ বিবেচনা করা হয়, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থী।
আইনজীবী ছিদ্দিক উল্লাহ বলেন, “সরকারি চাকরিজীবীদের কর্মকাল গণনা করা হয় প্রথম যোগদানের তারিখ থেকে। অথচ এমপিওভুক্তির তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হচ্ছে শুধু বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে, যা এক ধরনের বৈষম্য। এ বৈষম্য দূরীকরণে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।”
তিনি আরও বলেন, “এই রুল যদি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তাহলে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাদের প্রকৃত চাকরির মেয়াদ অনুযায়ী সুবিধা পাবেন। এতে দীর্ঘদিনের একটি বৈষম্য নিরসন সম্ভব হবে।”
আদালত সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলেছে।