30.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

সঙ্গীতের গণ্ডি পেরিয়ে লি নো এখন গুচির গ্লোবাল অ্যাম্বাসাডর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পী লি নো এবার সঙ্গীতের বাইরেও নতুন যাত্রা শুরু করলেন। গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড ‘গুচি’র নতুন গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

স্ট্রে কিডস-এর এই তারকার প্রকৃত নাম লি মিন-হো। গত বছর লন্ডনে গুচির ক্রুজ ২০২৫ শোতে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন লি নো। এবার নতুন দায়িত্বের মাধ্যমে তিনি ব্র্যান্ডটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছেন।

নতুন ভূমিকায় নিজের অনুভূতি প্রকাশ করে লি নো বলেন, “গুচি এমন একটি ব্র্যান্ড, যা অতীত ও বর্তমানকে সৃজনশীলতার মাধ্যমে যুক্ত করে। এই যাত্রার অংশ হতে পারা আমার জন্য সম্মান।”

স্ট্রে কিডস-এর আরেক সদস্য হান, সম্প্রতি রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে লি নোর প্রশংসা করে বলেন, “তিনি খুব সংবেদনশীল ও খুঁতখুঁতে, এবং আমার কথাই মন দিয়ে শোনেন। বিদেশ সফরে একা লাগলে তিনি আমার পাশে থাকেন।”

লি নোর এই ঘোষণার কিছুদিন আগেই স্ট্রে কিডস-এর আরেক সদস্য সেউংমিন ব্রিটিশ ব্র্যান্ড বারবারি’র গ্লোবাল অ্যাম্বাসাডর হন। বারবারি’র চিফ ক্রিয়েটিভ অফিসার ড্যানিয়েল লি বলেন, “সেউংমিনের স্টাইলবোধ ও প্যাশন আমাদের অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করবে।”

স্ট্রে কিডস-এর সদস্যদের এমন বৈশ্বিক ফ্যাশন অঙ্গনে পদচারণা তাদের বহুমাত্রিক প্রতিভা ও আন্তর্জাতিক জনপ্রিয়তারই প্রমাণ।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...