33 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫

হিলিতে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে দু-মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব)” প্রকল্পের আওতায়। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

প্রশিক্ষণ কর্মশালায় হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। বক্তারা বলেন, প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ সমাজ কর্মক্ষম ও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। বেকার বসে না থেকে এই ধরনের প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থানের পথ সুগম করার আহ্বান জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম শাহ, সহকারী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম এবং হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রশিক্ষণ কার্যক্রমটি চলবে পরবর্তী দুই মাস। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ তরুণদের মধ্যে প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের নতুন ছবি, সম্পর্ক নিয়ে গুঞ্জন

  বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে শাকিব খানের...