Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
চীন থেকে বিরল মাটির চুম্বক রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা জারির পর ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় চড়া দামে সরবরাহ নিচ্ছে ক্রেতারা। ইলেকট্রিক গাড়ি ও উইন্ড টারবাইনের মতো প্রযুক্তিপণ্যে ব্যবহৃত এই শক্তিশালী চুম্বক উৎপাদনে চীন বিশ্বের ৯০ শতাংশ বাজার দখল করে রেখেছে।
ইস্তোনিয়ায় প্লান্ট গড়ে তোলা কানাডাভিত্তিক নিও পারফরম্যান্স মেটেরিয়ালস-এর প্রধান রহিম সুলেমান বলেন, “আগে আমি সম্ভাব্য ক্রেতাদের কাছে গিয়ে বিক্রির চেষ্টা করতাম, এখন তারা নিজেরাই ফোন করছে।”
চীনের এপ্রিলে রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করার পর থেকেই বাজারে বিশৃঙ্খলা দেখা দেয়, কিছু গাড়ি কারখানা বন্ধও হয়ে পড়ে। এ অবস্থায় ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় চীনবহির্ভূত উৎপাদনে প্রিমিয়াম মূল্য দিতে শুরু করেছে অনেক প্রতিষ্ঠান।
নতুন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, চীনের তুলনায় উৎপাদন খরচ বেশি হলেও এখন ক্রেতারা তা মেনে নিচ্ছেন। ইলেকট্রিক গাড়িতে ব্যবহৃত চুম্বকের জন্য ক্রেতারা চীনের দামের তুলনায় প্রতি কেজিতে ১০ থেকে ৩০ ডলার বেশি দিতে প্রস্তুত।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আরও অনেক বছর লাগবে। তবে অতিরিক্ত প্রিমিয়াম দিলে চাহিদা কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
নিও’র সুলেমান বলেন, “আমরা বাজারকে চাপে ফেলে দাম বাড়াতে চাই না, সবাইকে নিয়ে টেকসই সরবরাহ ব্যবস্থাই গড়তে হবে।”
সূত্র: রয়টার্স