Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
এ বছরের শুরুতে বলিউড অভিনেতা ও পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খানের ওপর মধ্যরাতে দুষ্কৃতকারীর হামলার ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ইন্ডাস্ট্রি। বান্দ্রার বাসায় ঢুকে পড়া এক দুষ্কৃতকারী চুরির সময় বাধা পেয়ে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেই আতঙ্কের রাত এখনও ভুলতে পারেননি কারিনা কাপুর।
সম্প্রতি বারখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, “পুরোপুরি স্বাভাবিক হতে এখনও পারিনি। প্রথম দুই-তিন মাস এত ভয় লাগত যে ঘুমাতেই পারতাম না। মনে হতো, আবার কিছু একটা ঘটে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা ভুলে গেলেও ভিতরে কোথাও সেই ভয় রয়ে গেছে। যেন কারও মৃত্যু চোখের সামনে দেখেছি।”
তবে সন্তানদের সামনে নিজের ভয় কখনও প্রকাশ করেননি কারিনা। বলেন, “ভয়ের মধ্যে বাঁচা যায় না। সেটা বাচ্চাদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমি শুধু একজন মা নই, একজন স্ত্রীও। সাইফের ওপর আক্রমণের পর পুরো পরিবারকে আগলে রাখতে হয়েছে। সাইফ বেঁচে আছে, এজন্য আমি কৃতজ্ঞ।”
কারিনার মতে, এই ঘটনা তার সন্তানদের জীবন দর্শনেও পরিবর্তন আনবে। “এতদিন তারা খুব সুরক্ষিত পরিবেশে ছিল। এখন তারা বুঝতে শিখছে, জীবন সবসময় নিরাপদ নয়। আমার ছোট ছেলে জেহ এখনও বলে, ‘আমার বাবা আয়রন ম্যান। বাবার কিছুই হতে পারে না।’ সত্যিই, সাইফ আমাদের কাছে আয়রন ম্যান।”
সাইফ বর্তমানে সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন কারিনা।