28.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

‘মেগাস্টার’ শব্দে আপত্তি জাহিদ হাসানের, শাকিবকে শুধু অভিনেতা হিসেবেই দেখতে চান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান দীর্ঘ ২৬ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন। দিয়েছেন বহু সুপারহিট সিনেমা, পেয়েছেন অসংখ্য ভক্ত ও খেতাব—কিং খান, সুপারস্টার, নবাব। সম্প্রতি তার নামের আগে ব্যবহার হচ্ছে ‘মেগাস্টার’ শব্দটি। কিন্তু এই শব্দ ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন গুণী অভিনেতা জাহিদ হাসান।

গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ ও জাহিদ হাসানের ‘উৎসব’ একসঙ্গে প্রেক্ষাগৃহে আসে। প্রথমদিকে শাকিব খান এগিয়ে থাকলেও পরে বক্স অফিসে ধীরে ধীরে এগিয়ে যায় ‘উৎসব’। চতুর্থ সপ্তাহে এসেও সিনেমাটির প্রদর্শনী বাড়ছে।

এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাহিদ হাসান বলেন, আমাদের এখানে শাকিব খানের ছবিকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। তাকে বলা হয় ‘মেগাস্টার শাকিব খান’, আর অন্য সবাই শুধু ‘চিত্রনায়ক’। আমি এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। আগেই এমন ট্যাগ বসিয়ে দিলে সেটা কতটা উপকারে আসছে, না ক্ষতি করছে—তা সময়ই বলবে। তবে আমার কানে শব্দটা লাগে।”

তাণ্ডব সিনেমা দ্বিতীয় সপ্তাহেই অনেক হল থেকে উঠে যায়। এ নিয়ে জাহিদ হাসান বলেন, “শেক্‌সপিয়ারের একটা কথা আছে—‘কোনো কিছু হওয়া বড় কথা নয়, হয়ে থাকাটা বড় কথা।’ এতগুলো হল পাওয়া, কিন্তু টিকে না থাকা অপমানজনক। বিনয়ী হয়ে এগিয়ে যাওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ঈদের সিনেমা কারও একার না, এটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবার। প্রত্যাশা করি, সব সিনেমা ভালো ব্যবসা করুক।”

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...