Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আলোচনা সভার আয়োজন করে বর্ষপূর্তি পালন কমিটি। কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী জানান, ‘গণতন্ত্রের মা’ খ্যাত বেগম জিয়া গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। সভার উদ্বোধন করেন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিজভী নিজেই। বিশেষ অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আন্দোলনে নিহত, নিখোঁজ ও আহত নেতাকর্মীদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন এবং স্মৃতিচারণ করেন। এই আয়োজন বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম ধাপ। কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, রক্তদান, পথনাটক, ছাত্র সমাবেশ, মৌন মিছিল, ফুটবল টুর্নামেন্ট ও সচেতনতামূলক কার্যক্রম।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।