27.5 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে ফরাসি কর্তৃপক্ষ ‘রেড অ্যালার্ট’ জারি করে এই সিদ্ধান্ত নেয়।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, অন্তত ১৬টি অঞ্চলে তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ৩৫০টি স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিকে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে বিভিন্ন প্রশাসনিক বিভাগেও সতর্কতা জারি করা হয়েছে।

ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল ও গ্রিসসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বহু দেশেই সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি রয়েছে। জার্মান আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

তীব্র গরমে জার্মানির গুরুত্বপূর্ণ রাইন নদীর পানির স্তর নেমে গেছে। এর ফলে পণ্যবাহী জাহাজ চলাচলে সমস্যা তৈরি হয়েছে। কম পানির কারণে জাহাজগুলোকে হালকা করে চালাতে হচ্ছে, এতে পরিবহন খরচ বেড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বলকান অঞ্চলের দেশগুলোও একই ধরনের তাপপ্রবাহে ভুগছে। যদিও কিছু এলাকায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে বলে জানানো হয়েছে।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ফলেই ইউরোপজুড়ে এই তীব্র তাপপ্রবাহ।

- Advertisement -spot_img
সর্বশেষ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা, ভার্চুয়ালি যুক্ত খালেদা জিয়া

  খবরের দেশ ডেস্কঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির বিশেষ...