Your Ads Here 100x100 |
---|
ঝালকাঠি প্রতিনিধিঃ
মফস্বল সাংবাদিকতায় দুই দশকের দীর্ঘ অবদান ও সাহসী সাংবাদিকতার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন বরিশালের সাংবাদিক মামুনুর রশীদ নোমানী। বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছর পূর্তি উপলক্ষে আজ (মঙ্গলবার) রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক মফিজুর রহমান লিটন ও গণমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।
বর্তমানে বরিশালের স্থানীয় দৈনিক “শাহনামা” পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক “বাংলার বন” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নোমানী। পাশাপাশি বাংলাভূমি, মাতৃছায়া, আজকের বিজনেস বাংলাদেশ ও ইত্তেহাদ নিউজের গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি আছেন।
সাংবাদিকতা, লেখালেখি, সমাজসেবা ও সংগঠক হিসেবে খ্যাত নোমানী ২০০০ সালে সাংবাদিকতায় পদার্পণ করেন। তিনি প্রতিষ্ঠা করেছেন “এফএফএল বিডি ফাউন্ডেশন”, “এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন” ও “ফ্রেন্ডস ফর লাইফ” সমবায় সমিতি।
নোমানী বলেন, “সাংবাদিকতা আমার নেশা, দায়িত্ব আর দায়বদ্ধতার জায়গা। এই সম্মাননা আমাকে আরও দায়িত্ববান হতে উৎসাহ দেবে।”