Your Ads Here 100x100 |
---|
জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে দেশব্যাপী সংগঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “এক বছর আগে, ২০২৪ সালের জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনটি বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং গণঅভ্যুত্থানে রূপান্তরিত হয়ে স্বৈরাচারি সরকারের পতন ঘটায়। বহু মানুষের আত্মত্যাগের পর আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি।”
এছাড়া, তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকারের কাছে বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। উপাচার্যের বক্তব্যের পাশাপাশি ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানও বক্তব্য রাখেন।