Your Ads Here 100x100 |
---|
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে কেন্দ্রীয় নির্দেশনার আওতায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের আশু সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টায় পৌর শহরের মাঠপাড়া এলাকায় জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাকিমপুর পৌর জামায়াতের আমীর মো. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদ হোসেন, বায়তুল মাল সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মফিজুল ইসলাম ও আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও সমালোচনা করেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।