Your Ads Here 100x100 |
---|
বগুড়া প্রতিনিধি:
কাঁচা মরিচের দাম না থাকার কারণে এবং ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলায় মহাসড়কে মরিচ ঢেলে বিক্ষোভ করেছেন কৃষকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আদমদীঘি উপজেলার কাঁচাবাজারে এ বিক্ষোভ শুরু হয়। কৃষকরা প্রায় আধাঘণ্টা ধরে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে রাখেন, যার ফলে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, তারা পূর্বের তুলনায় অনেক বেশি মরিচ চাষ করেছেন। তবে গত বছরের তুলনায় মরিচের দাম খুবই কম। গত বছর ২’শ টাকা কেজি দাম হলেও, এবছর তা মাত্র ১০ থেকে ১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কৃষকরা অভিযোগ করেছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মরিচের দাম কমেছে। তারা জানান, কোমারপুরে মরিচের আলাদা হাট বসে যেখানে দাম বেশি পাওয়া যায়, কিন্তু স্থানীয় বাজারে ব্যবসায়ীরা মরিচ কম দামে কিনে সিন্ডিকেট করে দাম কমিয়ে দেয়।
বিক্ষোভের সময় স্থানীয় ব্যবসায়ীরা বাজার থেকে সটকে পড়েন। বিক্ষোভকারীরা জানান, গত দুই দিন থেকে মরিচের দাম বাড়লেও, ব্যবসায়ীরা দাম আরও কমানোর চেষ্টা করছেন।
বিক্ষোভের পর যান চলাচল স্বাভাবিক হলেও, প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।