Your Ads Here 100x100 |
---|
দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অভিনয় শিল্পীদের, অভিনয় ট্যালেন্ট খোঁজার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশনে আসছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে এখানে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
মিথিলা নিজেই ফেইসবু পোস্ট দিয়ে খবরটি জানিয়েছেন। সেই সাথে আগ্রহীদের এই শোয়ে আবেদন করারও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভি নেতা তারিক আনাম খান। সঙ্গে থাকবেন নির্মাতা শিহাব শাহীন।
‘দীপ্ত স্টার হান্ট’ নিয়ে আয়োজকরা বলছেন, গত ১০ জানুয়ারি থেকে আগ্রহীরা নিবন্ধন শুরু করেন, যা চলেছে ২৫ জানুয়ারি পর্যন্ত।
এরপর সোমবার থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের ‘গ্রুমিং’ শুরু হবে।
প্রতিযোগিতার সেরা প্রতিযোগীদের আগামী দুই বছরের জন্য দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দায় কাজের সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, রিয়েলিটি শোয়ের আয়োজন করেছে দীপ্ত টেলিভিশন