32 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

নিউইয়র্কের মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেফতারের হুমকি ট্রাম্পের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, মামদানি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) কর্মকর্তাদের কাজে বাধা দিলে তাকে গ্রেফতার করা হবে।

মঙ্গলবার ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “মামদানি যদি আইসিই কর্মকর্তাদের আটক ও নির্বাসন কার্যক্রম বাধাগ্রস্ত করেন, তাহলে তাকে গ্রেফতার করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছি এবং অনেকেই বলছেন, সে (মামদানি) অবৈধভাবে এখানে রয়েছে।”

মামদানি সম্পর্কে অভিযোগ উঠে যে তিনি ছোটবেলায় পরিবারসহ উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন, কিন্তু এখন তাকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস তার নাগরিকত্ব বাতিলের জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে অনুরোধ জানান।

এ বিষয়ে মামদানি এক বিবৃতিতে বলেন, “আমি কোনো আইন ভাঙিনি, তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন কারণ আমি আমাদের শহরকে আইসিইয়ের ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই।” তিনি অভিযোগ করেন, ট্রাম্পের বক্তব্য গণতন্ত্রের ওপর আক্রমণ এবং নিউইয়র্কবাসীদের জন্য একটি ভয়াবহ বার্তা।

এদিকে, ট্রাম্প নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশংসাও করেছেন। তিনি বলেন, “অ্যাডামস খুব ভালো মানুষ। তাকে অন্যায়ভাবে টার্গেট করা হয়েছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

আইওয়ায় ট্রাম্পের সফর: কৃষকদের আশ্বাস ও ২৫০ বছর পূর্তির সূচনা

  আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর জাতীয় উদযাপন শুরু করতে আইওয়া সফর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার...