Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
ছোটপর্দা থেকে বড় পর্দা—অভিনয়ে নিজের দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি নিজের ভেতরের অনুভব এবং আত্মপ্রেম নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে।
সুনেরাহ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,
“জানা-অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া। কিছুটা সুখ, কিছুটা ব্যথা।”
এই বাক্য যেন জীবনের ওঠানামা এবং আত্মঅনুসন্ধানের গভীর প্রকাশ। অনেকেই মনে করছেন, এটি একজন শিল্পীর অন্তর্দৃষ্টি ও আত্মপ্রত্যয়ের প্রতিচ্ছবি।
স্ট্যাটাসে আরও লেখেন,
“সব ভুলে না ভুলে দিনশেষে ভেবে যাই শুধু নিজেরই কথা। আমি ছাড়া কে আছে আমার? থাকবেই বা কে? তাই ভালোবেসে যাই আমি আমারই আমাকে।”
সুনেরাহর এই স্ট্যাটাসে প্রশংসার জোয়ার বইছে সামাজিক মাধ্যমে। অনেক অনুরাগী এই আত্মপ্রেম ও আত্মচেতনার বার্তার সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এভাবে ক্যাপশন দিলে তো কবি হয়ে যাবেন!”
আরেকজন লিখেছেন, “মনের কথাটা একদম ঠিকভাবে বলেছেন।”
সুনেরাহ বিনতে কামাল এর আগেও সাহসী ও সত্যভিত্তিক স্টেটমেন্ট দিয়ে আলোচনায় এসেছেন। তবে এবারের বার্তাটি যেন তার ভেতরের এক নীরব যাত্রার প্রতিচ্ছবি—যেখানে আত্মপ্রেমই তার প্রধান ভরসা।