32 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইটে টার্গেট হামলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

অনলাইন ডেস্ক :

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়েবসাইটে ‘টার্গেটেড’ হামলা হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইসিসি’র জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, “গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি নতুন, পরিশীলিত ও টার্গেটেড সাইবার হামলার শিকার হয়েছে। হামলার পর শিগগরই তার আইসিসির সাইবার টিমের নজরে আসে তারা দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।” খবর- আনাদোলু এজেন্সি

এক্সবার্তায় আরও বলা হয়, “আদালত মনে করে, এ ধরনের ঘটনা এবং সেগুলো প্রতিরোধের প্রচেষ্টা সম্পর্কে জনগণ এবং আদালতের সদস্যরাষ্ট্রগুলোকে অবহিত করা অপরিহার্য। আইসিসি জনগণ এবং সব সদস্যরাষ্ট্রের সমর্থন নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। কারণ, জনগন এবং সদস্যরাষ্ট্রদের সমর্থন ন্যায়বিচার এবং জবাবদিহিতার গুরুত্বপূর্ণ আদেশ বাস্তবায়নে আদালতের সক্ষমতা নিশ্চিত করে, যা সমস্ত রাষ্ট্রপক্ষের একটি যৌথ দায়িত্ব।”

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি একটি বৈশ্বিক বিচার প্রতিষ্ঠান এবং এ ধরনের হামলাকে অবহেলা করা মোটেই উচিত নয়।
এর আগে ২০২৩ সালে আইসিসিতে একবার সাইবার হামলা হয়েছিল

- Advertisement -spot_img
সর্বশেষ

আইওয়ায় ট্রাম্পের সফর: কৃষকদের আশ্বাস ও ২৫০ বছর পূর্তির সূচনা

  আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর জাতীয় উদযাপন শুরু করতে আইওয়া সফর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার...