26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

এবার কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল। এই হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে চলতি আসরে প্রথম খেলতে নামলেন কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে আগের ম্যাচগুলো খেলতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচে বলের নিয়ন্ত্রণে দুই দল প্রায় সমানে-সমান।
আক্রমণে এগিয়ে ছিল রিয়াল, তাদের ২২টি প্রচেষ্টার ১১টি থাকে লক্ষ্যে, ঠিকানা খুঁজে পায় কেবল গন্সালোর হেড। অন্যদিকে ৬ আক্রমণের ২টি লক্ষ্যে রাখে জুভেন্টাস। অবশ্য আক্রমণগুলো ধারালো না হলেও ম্যাচে প্রথম সুবর্ণ সুযোগটি পেয়েছিল জুভেন্টাসই।

 

সপ্তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ ফ্লিকে কেনান ইলডিজকে বল বাড়িয়ে ছুটতে থাকেন কোলো মুয়ানি।

সতীর্থের থ্রু পাস ধরে আন্টোনিও রুডিগারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়েও গিয়েছিলেন তিনি, কিন্তু এই ফরাসি ফরোয়ার্ডের চিপ শট ক্রসবার ঘেঁষে উপরের জাল কাঁপায়।

 

২৪তম মিনিটে অহেলিয়া চুয়ামেনি বক্সের বাইরে থেকে আচমকাই শট নেন, কিন্তু এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে দিয়ে যায়। সেই কর্নারও কাজে লাগাতে পারেনি রিয়াল। স্পেনের সফলতম দলটির সেরা সুযোগটি নষ্ট হয় ২৯তম মিনিটে।

ভালভের্দের আড়াআড়ি ক্রসে ছোট বক্সের ভেতর থেকে শটও নিয়েছিলেন জুড বেলিংহ্যাম, কিন্তু গোলরক্ষকের গায়ে লেগে বল বেরিয়ে যাওয়ার পর গোললাইনের একটু উপর থেকে ফেরান দানিয়েল রুগানি।

 

কুলিং ব্রেকের পর ৩৭তম মিনিটে আর্দা গিলেরের ক্রসে বক্সের ভেতর থেকে চুয়ামেনি মাথা ছোঁয়াতে ব্যর্থ, এরপর ডিন হাউসেন পা চালালেও বলের সঙ্গে সংযোগ ঘটাতে পারেনি। তাতে আরেকটি ভালো সুযোগ নষ্ট হলেও ম্যাচে বাড়তে থাকে রিয়ালের আধিপত্য।

যোগ করা সময়ে ইউভেন্তুসের বক্সে বেশ চাপ দিতে থাকে রেয়াল। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি এই প্রতিযোগিতার ২০২২ সালের চ্যাম্পিয়নরা।

প্রথম মিনিটে ভালভের্দের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন জুভেন্টাস গোলকিপার।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেলিংহ্যামের পাস ধরে ভালভের্দের শট থাকেনি লক্ষ্যে। ৫২তম মিনিটে বেলিংহ্যামের প্রচেষ্টাও দেখেনি আলো মুখ। তবে জুভেন্টাসের রক্ষণে চাপ ধরে রাখার ফল দ্রুতই পেয়ে যায় রিয়াল। ৫৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন গার্সিয়া। চলতি আসরে এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের গোল হলো ৩টি।
দুই মিনিট পরই সমতার স্বস্তি সঙ্গী হতে পারত জুভেন্টাসের। কিন্তু ফ্রান্সিসকোর গতিময় নিচু শট দারুণ ক্ষিপ্রতায় আটকে দেন কোর্তোয়া। একটু পর ভালভের্দের ওভারহেড কিক ফিস্ট করে ফিরে ব্যবধান দ্বিগুণ হতে দেননি জুভেন্টাস গোলকিপার মিশেল দি গ্রেগরিও।
৬৮তম মিনিটে গার্সিয়াকে তুলে নেন রিয়াল কোচ। ভক্তদের তুমুল করতালির মধ্যে চলতি টুর্নামেন্টে প্রথম খেলতে নামেন এমবাপ্পে। কিছু ঝলক দেখালেও তিনি ছিলেন না সেরা ছন্দে।
দি গ্রেগরিও ৭২তম মিনিটে আবারও হতাশ করেন রিয়ালকে। লেফট উইং ধরে আক্রমণে ওঠা ভিনিসিউস জুনিয়রের পাস ধরে এমবাপ্পে ক্রস বাড়ান বক্সে। ভালভের্দের ব্যাক পাসে গিলেরের বুলেট গতির শট কোনোমতে পা দিয়ে আটকান গোলরক্ষক।
প্রচণ্ড গরমের কারণে ৭৫তম মিনিটে দেওয়া হয় দ্বিতীয় কুলিং ব্রেক। সাত মিনিট পর চুয়ামেনির শট ঝাঁপিয়ে আটকে জুভেন্টাসের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখেন দি গ্রেগরিও। শেষদিকে কোলো মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টি আবেদন করে জুভেন্টাস, কিন্তু রেফারির সাড়া না মেলায় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
- Advertisement -spot_img
সর্বশেষ

যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, অতঃপর …

খবরের দেশ ডেস্ক : রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে একটি ভবন ঘেরাও করা হয়। বুধবার...