29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

কথা রাখলেন কনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
সপ্তাহ খানেক আগেই বিবাহবিচ্ছেদের খবর দিয়েছেন দিলশাদ নাহার কনা। ওই বিবৃতিতে গায়িকা জানান, ব্যক্তিগত সংকট পেরিয়ে এখন তিনি সংগীতে পুরোপুরি মনোযোগ দিতে চান। শুধু বলার জন্যই বলেননি, সত্যিকার অর্থেই সে কথা রাখলেন কনা। দিলেন নতুন গানের সংবাদ।
আসছে কণার নতুন গান ‘সোনা জান’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আদিব কবির। নির্দেশনায় মোহন ইসলাম।
কে এম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে শিগগির।

এ গানের ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পাল। এই প্রথম বাংলাদেশে কাজ প্রসঙ্গে অলিভিয়া বলেন, ‘খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন, যেটা পরিবেশ ভাল না থাকলে সম্ভব নয়।

এই কাজটা করে, সত্যিই খুব ভাল লেগেছে।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, অতঃপর …

খবরের দেশ ডেস্ক : রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে একটি ভবন ঘেরাও করা হয়। বুধবার...