26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

মায়ামিতেই ,নাকি অন্য ক্লাবে যাচ্ছেন মেসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
আটলান্টার এক মনোমুগ্ধকর সন্ধ্যায় ৬৫ হাজারেরও বেশি ভক্তের চোখের সামনে যখন ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত হচ্ছিল পিএসজির কাছে, তখনো ক্যামেরা খুঁজে নিচ্ছিল একটি চেনা মুখ—লিওনেল মেসি।
৩৮ বছর বয়সী আর্জেন্টাইন এই জাদুকর মাঠে ছিলেন, কিন্তু মায়ামির হয়ে তার একার কিছু করার ছিল না। তাই হেরে বিদায় নিতে হয় ক্লাব বিশ্বকাপ থেকে। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচের ফল নয়, বরং একটাই প্রশ্ন—মেসি কি থাকছেন মায়ামিতেই?
ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হতে চলেছে ডিসেম্বরেই।
তবে ক্লাবের ভেতরের খবর বলছে, তারা আত্মবিশ্বাসী—মেসি থাকছেন। ইতোমধ্যেই নাকি শুরু হয়ে গেছে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা। ক্লাব এবং এমএলএস-এর কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বিশ্বাস রয়েছে যে মেসি চুক্তি নবায়ন করবেন। এদিকে মেসির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহ সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রে থাকার ব্যাপারে যথেষ্ট ইতিবাচক।
প্রো লিগের বেশ কয়েকটি ক্লাব মেসিকে পেতে নাকি বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে। এদিকে তার ধারে ইংলিশ প্রিমিয়ার লিগেও যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি।
তবে মেসির ক্লাব মায়ামিই নয়, এখন পুরো এমএলএসই নাকি চায় মেসিকে ধরে রাখতে।
মেসিকে যুক্তরাষ্ট্রে ধরে রাখার একটি বড় কারণ হলো ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিমুখ মার্কিনিদের কাছে লিগের আগ্রহ ধরে রাখা।
যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে অনেকেই মনে করেন, ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন মেসি। এখন দেখার অপেক্ষায় মেসি কি যুক্তরাষ্ট্রেই থাকেন, নাকি পাড়ি জমান অন্য কোনো ক্লাবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, অতঃপর …

খবরের দেশ ডেস্ক : রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে একটি ভবন ঘেরাও করা হয়। বুধবার...