27.4 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড, আদালত অবমাননার অভিযোগে শাস্তি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে। আদালত অবমাননার মামলায় তিনি ও ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে এ শাস্তির আদেশ দেওয়া হয়।

বুধবার, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন, যদিও আইন অনুযায়ী এমন কোনো বিধান নেই। এর আগে, ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও শাকিল বুলবুলকে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা উপস্থিত না হওয়ায় এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও কোনো জবাব না দেওয়ায় ট্রাইব্যুনাল এই রায় দেন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, শেখ হাসিনা এবং বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি চলছিল। গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের ঘটনায় শেখ হাসিনার দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ মামলা দায়ের করা হয়।

এদিকে, শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খবরের দেশ ডেস্কঃ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসা সাত সরকারি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি...