- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলন বিক্রি করছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী তারিমা। তিনি বলেন, ‘আমরা কখনো বলিনি, আমরা রাজনীতি করব বলে শেখ হাসিনাকে সরাতে হবে। আমাদের কথা ছিল, আমরা যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকার নতুন করে দিতে হবে।’
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তারিমা।
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এক সময় এনসিপিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল। তবে ক্ষমতায় আসার আগে এনসিপি নেতাদের নামে যেসব দুর্নীতির অভিযোগ তার কারণে এনসিপির ওপর থেকে বিশ্বাস উঠে গেছে।’
অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ঘোষণা না করার পরও এনসিপি নেতারা কোনো কর্মসূচি ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারিমা।
জুলাই গণ-অভ্যুত্থানের কারণে বিএনপি সবচেয়ে লাভবান হয়েছে বলে দাবি তার।